Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশিষ্ট ব্যক্তিত্ব

 

বিশিষ্ট ব্যক্তিত্ব: স্যার জগদীশ চন্দ্র বসু ( ঈশ্বর চন্দ্র বিদ্যার সাগর)

 

জন্ম: ৩০ শে নভেম্বর, ১৮৫৮।

 

জন্মস্থানঃ পূর্ববঙ্গের ( অধুনা বাংলাদেশ) ময়মনসিংহ শহর।

পিতাঃ ভগবানচন্দ্র বসু, মাতাঃ বামাসুন্দরী।

 

শিক্ষাঃ ১৮৬১ ঃ প্রাথমিক পাঠ ১৮৬১ সাল থেকে ১৮৭০ সাল পযর্ন্ত । ফরিদপুর বাংলা স্কুলে শিক্ষা আরম্ভ।

       ১৮৬৯ ঃ কলকাতা হেয়ার স্কুল ভর্তি । তিন মাস পরে সেন্ট জেভিয়ার্স স্কুলে শিক্ষা আরম্ভ।

       ১৮৭৫ ঃ কলকাতা বিশ্ববিদ্যায়ের প্রবেশিকা পরীক্ষায় বৃত্তি নিয়ে উত্তীর্ণ।

       ১৮৭৭ ঃ এফ. এ. পরীক্ষায় উত্তীর্ণ।

       ১৮৭৯ ঃ  কলকাতা বিশ্ববিদ্যায়ের থেকে বি. এ. পরীক্ষায় উত্তীর্ণ।

       ১৮৮০ ঃ লর্ডনে ডাক্তারি পড়া শুরু। পরে তা ছেড়ে দেন।

       ১৮৮১ ঃ জানুয়ারী মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যায়ের ক্রাইস্ট চার্চ কলেজে ভর্তি।

       ১৮৮৪ ঃ প্রকৃতি বিজ্ঞানে ‘ট্রাইপস’ পাস এবং একই সঙ্গে লন্ডন বিশ্ববিদ্যায় থেকে বিজ্ঞানে স্নাতক।

 

মৃত্যুঃ ২৩ শে নভেম্বর গিরিডিতে মহাপ্রয়াণ।

 

ডঃ হুমায়ুন আজাদ

বাংলাদেশের প্রথা বিরোধী, বহু মাত্রিক, জ্যোর্তিময় লেখক, কবি, ঔপন্যাসিক, ভাষা বিজ্ঞানী সময়ের সাহসী ভাষ্যকর, স্পষ্টভাষী সমালোচক ও অধ্যাপক ডঃ হুমায়ুন আজাদ বিক্রমপুরের রাঢ়ীখাল গ্রামে (১৪ বৈশাখ ১৩৫৪ ) ২৮ এপ্রিল ১৯৪৭ সনে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম প্রয়াত রাশেদ আকন্দ ও মাতার নাম প্রয়াত জোবেদা খাতুন। কর্ম জীবনে তিনি প্রাচ্যের সক্রেটিস নামে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। ভাষা বিজ্ঞানে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। “ পাক সাদ জমিন সাত বাদ” বিখ্যাত এই প্রবন্ধ লিখে তিনি মৌলবাদী ও স্বাধীনতা বিরোধীদের রোষানলে পড়েন। তারই ধারাবাহিকতায় ২০০৪ সালে ২৭ ইং ফেব্রয়ারী সন্ধ্যায় বাংলা একাডেমীর বইমেলা থেকে ফেরার সময় চাপাতি দিয়ে আঘাত করে মৌলবাদীর, তাকে গুরুতর আহত করেন। ৭ইং আগষ্ট ২০০৪ P.E.N এর আমন্ত্রনে কবি হাইনরিশ হাইনের উপর গবেষনা বৃত্তি নিয়ে জার্মানে যান। ১২ আগষ্ট ২০০৪ মিউনিখস্থ ফ্লাটের নিজ কক্ষে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। বহুমাত্রিক এই লেখকের বিখ্যাত লেখনির মধ্যে রয়েছে পাক সাদ জমিন বাদ, নারী, সব কিছু ভেঙ্গে পড়ে, অলৌকিক ইস্টিমার, জ্বালোচিতা,ছাপ্পান্ন হাজার বর্গমাইল, অন্ধ কারে গন্ধ রাজ ইত্যাদি । মৃত্যু কালে তিনি এক স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে যান।