রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ ২৯/০৭/২০১৩ ইং তারিখে ২০১৩-১৪ অর্থ বছর থেকে ২০১৭-১৮ অর্থ বছর পর্য়ন্ত পঞ্চবার্ষিকী অনুমোদন করেন। যেখানে বিভিন্ন খাতে আয় দেখানো হয়েছে ৩,৬০,০০,০০০ তিন কোটি ষাট লক্ষ টাকা। এবং ব্যয় দেখানো হয়েছে ৩,৬০,০০,০০০ তিন কোটি ষাট লক্ষ টাকা ।
আয়ের খাত সমূহ:
নিজস্ব ( বসত বাড়ীর উপর কর লাইসেন্স ফি, ইজারা ইত্যাদি ) - ১৫,০০,০০০ /-
ভূমি হস্তান্তর কর ১,০০,০০,০০০/-
এল জি এস পি ৭৫,০০,০০০/-
এডিপি ২০,০০,০০০/-
টি আর ৭৫,০০,০০০/-
কাবিখা ৫০,০০,০০০/-
কাবিটা ১০,০০,০০০/-
অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি ১৫,০০,০০০/-
মোট ৩,৬০,০০,০০০/-
ব্যয়েরে খাত:
সড়ক ও যোগাযোগ ২,৫০,০০,০০০ /-
শিক্ষা ও সংস্কুতি ২৫,০০,০০০/-
স্বাস্খ্য ও পয়নিস্কাশন ২৫,০০০০০/-
বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা ১৫,০০,০০০/-
বিভিন্ন সামাজিক সমস্যা দূরিকরনে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক কর্ম সূচি ৫,০০,০০০/-
কৃষি খাতে ২৫,০০,০০০/-
তথ্য ও প্রযোক্তি কেন্দের সেবা বৃদ্ধি করনে ৫,০০,০০০/-
আর্থ সামাজিক উন্নায়নে বিভিন্ন কারিগরি প্রশিক্ষন ও দক্ষতা বৃদ্ধি কর্ম সূচি ১০,০০,০০০০/
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস